ম্যারাডোনার বার্সা চুক্তি হয়েছিল পিস্তলের মুখে

প্রথম আলো স্পেন প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২০, ২২:৩৩

ডিয়েগো ম্যারাডোনার বার্সেলোনা অধ্যায় নিয়ে আলোচনা খুব কম হয়। নাপোলিকে বিশ্বের প্রতিটি কোনায় পৌঁছে দেওয়ার কীর্তির আড়ালেই থাকে কিংবদন্তির বার্সেলোনা-অধ্যায়। প্রথম বার্সেলোনা খেলোয়াড় হিসেবে রিয়াল মাদ্রিদের মাঠে রিয়ালেরই সমর্থকদের করতালি আদায় করে নিয়েছিলেন। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ক্যারিয়ার হুমকির মুখে ফেলে দেওয়া এক ট্যাকলের শিকার হয়েছিলেন। সেই বিলবাওর বিপক্ষেই পরে স্পেনের রাজার সামনে ভয়ংকর এক মারামারির সূত্রপাত করে ক্লাবের বিরাগভাজন হয়েছিলেন। ব্যস, ম্যারাডোনার বার্সেলোনার অধ্যায়ের গল্পের সারসংক্ষেপ যেন এটুকুই।

ম্যারাডোনাকে কীভাবে বার্সেলোনা পেয়েছিল, কীভাবে ১৯৮২ বিশ্বকাপের আগেই তাঁর সঙ্গে চুক্তি করে রেখেছিল বার্সেলোনা, সে গল্প হয়তো অনেকের অজানা। মেসির মতোই ম্যারাডোনাকে বার্সেলোনায় নেওয়ার কৃতিত্বটা এজেন্ট জোসেপ মারিয়া মিনগেয়ার। ২০১৮ সালে স্প্যানিশ পত্রিকা স্পোর্তে ম্যারাডোনাকে বার্সেলোনায় নেওয়ার গল্পটা করেছিলেন মিনগেয়া। ম্যারাডোনার মৃত্যুর পর তাঁর কলামটা আবার ছাপিয়েছে স্পোর্ত। এখানে হুবহু সেটা তুলে দেওয়া হলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও