বর্ণবাদের বিরুদ্ধে খালি পায়ে মাঠে নামলেন কোহলি-ফিঞ্চরা
জঘন্যতম বর্ণবাদের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে খালি পায়ে মাঠে নেমেছে ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। আজ শুক্রবার সিডনিতে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামার আগে দুই দল এই প্রতিবাদ জানায়। অস্ট্রেলিয়ার আদি বাসিন্দাদের সম্মান প্রদর্শনের জন্যই খালি পায়ে মাঠে নামা। যা পূর্বঘোষিত ছিল।
আদিবাসীদের সম্মান জানাতে দুই দলের ক্রিকেটাররা খালি পায়ে বৃত্তাকরে দাঁড়ান। যাকে পোশাকি ভাষায় বলা হয় 'বেয়ারফুট সার্কেল'। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড বিবৃতিতে জানায়, 'এই দেশের যারা প্রথাগত মালিক, তাদের উদ্দেশ্যে ক্রিকেটীয় শ্রদ্ধা প্রদর্শনের জন্য এমন করা হয়েছে। এর উদ্দেশ্য তাদের এবং এই দেশকে সম্মান জানানো। খালি পায়ে করার তাৎপর্য হলো, আমরা সবাই মাটির কাছাকাছি। সকলেই সমান। প্রত্যেকের পাশে আমাদের দাঁড়াতে হবে। এটা জাতি বিদ্বেষ হটিয়ে পারস্পরিক সহযোগিতা এবং শক্তিশালী হওয়ার বার্তা দেয়।'