আইসিইউতে আর্জেন্টিনার সাবেক কোচ সাবেলা
এখনো দিয়েগো ম্যারাডোনার মৃত্যু শোক কাটিয়ে উঠতে পারেনি আর্জেন্টিনা। এরই মধ্যে এসেছে নতুন দুঃসংবাদ। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আর্জেন্টিনার সাবেক কোচ আলেসান্দ্রো সাবেলা। অবস্থার অবনতি হওয়ায় ইনটেনসিভ কেয়ারে (আইসিইউ) নেয়া হয়েছে তাকে।
আর্জেন্টিনার কোচ হিসেবে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন সাবেলা। ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপে আলবিসেলেস্তেদের ফাইনালে তুলেছিলেন তিনি। ২০১৪ সালের ওই আসরের পর পদত্যাগ করেন এই কোচ। এর পর থেকে আর কোচিংয়ে পা রাখেননি ৬৬ বছর বয়সী সাবেলা।
বুধবার দুপুরে ম্যারাডোনার মৃত্যুতে শোকে আচ্ছন্ন হয়ে পড়ে আর্জেন্টিনা সহ সারা বিশ্ব। এরপর দিন শোনা যায় আরেকটি খারাপ খবর। টিওয়াই স্পোর্টস জানিয়েছে, বুধবার রাতেই ‘জরুরীভাবে’ সাবেলাকে হাসপাতালে নিতে হয়। পরে বুয়েন্স আয়ার্সের কার্ডিওভাস্কুলার ইনস্টিটিউটে নেয়া হয় তাকে।