You have reached your daily news limit

Please log in to continue


মেসি-রোনালদোরা অপরিহার্য নয়: তেবাস

গত মাসে লিওনেল মেসিকে বলেছিলেন ‘অর্থ তৈরির মেশিন’। এবার লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস বললেন, মেসির মতো ক্রিস্তিয়ানো রোনালদো বা নেইমার, কেউই অপরিহার্য নয়। তবে তাদের সবাইকে স্প্যানিশ ফুটবলে চান তেবাস। গত মৌসুম শেষে বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার মেসি। তবে, পরবর্তীতে অনিচ্ছা সত্ত্বেও কাম্প নউয়ে মৌসুমের শেষ পর্যন্ত থাকার সিদ্ধান্ত নেন তিনি। বর্তমান ঠিকানা ছেড়ে আর্জেন্টাইন তারকা ম্যানচেস্টার সিটি, পিএসজি বা ইন্টার মিলানে যোগ দিতে পারেন বলে বিভিন্ন সময় খবর এসেছে। সময়ের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে বিবেচিত এই তারকা চলে গেলে তা লা লিগার ওপর প্রভাব পড়বে কি-না, বারবার এমন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তেবাসকে। ওয়ার্ল্ড ফুটবল সামিটে বৃহস্পতিবার এমন এক প্রশ্নের জবাবে লা লিগা প্রধান মেসিকে ধরে রাখার পক্ষেই মত দেন। সঙ্গে এটাও বলেন, কেউই অপরিহার্য নয়। “আমি মেসিকে লা লিগায় চাই, যেমনটা চাই টটেনহ্যাম হটস্পার কোচ মরিনিয়ো, সিটি কোচ গুয়ার্দিওলা, লিভারপুল কোচ ক্লপ, ইউভেন্তুস তারকা রোনালদো…। তারা সবাই আরও ভালো হয়ে উঠতে সহায়তা করে।”
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন