
আদিতমারীতে ট্রলির ধাক্কায় পথচারীর মৃত্যু
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রলির চাকায় ধাক্কায় আলেপ উদ্দিন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নামুড়ি মহিষাশ্বহর বাইপাস সড়কের ম্যালম্যালির বাজারে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার জিয়াল্লাহ মুন্সির ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশ্বর নামুড়ি বাইপাস সড়কে হয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। ওই সময় বালু বোঝাই একটি ট্রলি তাকে ধাক্কা দিলে ট্রলির চাকায় পড়ে ঘটনাস্থলেই মারা যান।