শিমুলিয়ায় ইলিশ উৎসব ঘিরে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ
প্রথমবারের মতো আয়োজিত ইলিশ উৎসব ঘিরে ভোর থেকেই রেকর্ড পরিমাণ ইলিশের সরবরাহ হয়েছে মাওয়া মৎস্য আড়তে। সরবরাহ বেশি হলেও চাহিদা থাকায় চড়া দামেই বিক্রি হচ্ছে ইলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বাজার ঘুরে দেখা যায়, ভোরের আলো ফোটার আগেই আড়তগুলো ভরে গেছে সারি সারি ইলিশে। হাঁকডাকে বিক্রি হচ্ছে রূপালি মাছটি। হাজারো ক্রেতা বিক্রেতার পদচারণায় সরগরম পুরোহাট। রূপালী ইলিশের এমন সমারোহ এর আগে এখানে কখনো দেখা যায়নি।
পদ্মার তাজা ইলিশের কদর বেশি থাকায় রেকর্ড পরিমাণ সরবরাহ থাকলেও কেজিতে বেড়ে গেছে ১শ' থেকে দেড়শো টাকা। মাওয়া মৎস্য আড়তের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম জানান, ২৯ আড়ৎ আর ১৫০জন বিক্রেতাই ব্যস্ত ইলিশ নিয়ে। পাশের নদীবন্দরে আয়োজিত দেশের প্রথম ইলিশ মেলা ঘিরে এখানে জেলে ও আড়তদারসহ স্থানীয়দের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।