![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-11%252F0dc39789-06fb-4cd2-b69b-f4740ffe2639%252FMANIKGANJ_PIC_25_11_2020__2_.jpg%3Frect%3D0%252C0%252C2000%252C1050%26overlay%3Dprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোয় পারাপার, ভোগান্তি
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের বাবুপুর গ্রামের সেতুটি প্রায় তিন বছর আগে বন্যায় ধসে যায়। এতে চরম ভোগান্তিতে পড়ে আশপাশের পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ। পরে সেতুটির পাশেই তারা তৈরি করে বাঁশের সাঁকো। সেই সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে তারা এখন পারাপার হচ্ছে।
গত মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, হরিরামপুর-ঝিটকা সড়কের দিয়াবাড়ি বাজারের পাশে বাবুপুর গ্রামে প্রবেশের সড়কের শুরুতেই সেতুটি অবস্থিত। সেতুটির দুই পাশের সংযোগ সড়কের মাটি ধসে গেছে।