![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2020/Nov/27/1606442150395.jpg&width=600&height=315&top=271)
ছানা তুলতে না পারায় বিপন্ন ল্যাঞ্জা-রাতচরা
বার্তা২৪
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২০, ০৭:৫৫
নানা কারণে দেশব্যাপী বনের প্রাকৃতিক পরিবেশ ক্রমশ বিপন্ন হয়ে পড়েছে। সরাসরি যার ভয়াবহ প্রভাব পড়ছে দেশের মূল্যবান জীব-বৈচিত্র্যের উপর। এর ফলে নানা প্রজাতির পাখিসহ বন্যপ্রাণীরা আজ মারাত্মকভাবে বিপন্ন।
আবাসস্থলের পরিবেশ বিনষ্ট হওয়ায় কিছু কিছু পাখিদের টিকে থাকে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। ছানা তুলতে না পারায় বনের পাখিদের জীবন এখন অতি সংকটাপন্ন। এমনি একটি প্রজাতির নাম- ল্যাঞ্জা-রাতচরা (Large-tailed Nightjar)।