![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F8c583cd1-6ad4-4bd1-9e1c-14d01c96af6a%252Fnouga.png%3Frect%3D0%252C132%252C1600%252C840%26overlay%3Dprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
নওগাঁয় করোনা মোকাবিলায় সন্ধ্যার পর দোকানপাট বন্ধ থাকবে
নওগাঁয় দোকানদার, খরিদ্দার কেউই স্বাস্থ্যবিধি মানছেন না। করোনা পরিস্থিতি মোকাবিলায় আপাতত সন্ধ্যা সাতটার পর থেকে ব্যবসাপ্রতিষ্ঠান, মার্কেট, বিপণিবিতান বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে জেলা শিল্প ও বণিক সমিতি।