ময়মনসিংহে ব্যক্তির জমির উপর সরকারি রাস্তা
ময়মনসিংহের ধোবাউড়ায় ব্যক্তি মালিকানার জমির উপর দিয়ে সরকারি রাস্তা নির্মাণের উদ্যোগে ওই জমির মালিকরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার ভাষ্য, কাজ শুরু হওয়ার আগে কেউ কোনো অভিযোগ করেনি; এখন কিছু লোক জমির মালিক বলে দাবি করছে।
তবে জেলা প্রশাসক বিষয়টি ‘জানেন না’ উল্লেখ করে বলেন, কেউ অভিযোগ করলে তিনি ব্যবস্থা নেবেন।
এদিকে, জমির মালিকদের একজন মামলা করার পর আদালত রাস্তার কাজ বন্ধ রাখার আদেশ দিয়েছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, ধোবাউড়া উপজেলা পরিষদের সামনে থেকে বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ ও শ্মশান ঘাট পর্যন্ত একটি রাস্তা নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি। স্থানীয়দের অভিযোগ নির্মাণাধীন আধ কিলোমিটার রাস্তা সরকারি রাস্তা দিয়ে না নিয়ে ব্যক্তি মালিকানার জমির উপর দিয়ে নেওয়া হচ্ছে। এতে স্থানীয় কয়েকজনের প্রায় কোটি টাকার জমি হারাতে হচ্ছে বলে তাদের ভাষ্য।