![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/lalda-na-kalada-2011261131.jpg)
লালডা না কালাডা?
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০, ১৭:৩১
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড চলছে ‘লালডা না কালাডা’। দুই রংয়ের মিশ্রণ দেখলেই তরুণ সমাজের মুখ দিয়ে এই বাক্য বেরিয়ে আসবেই। এবার সেই ট্রেন্ডকে কাজে লাগিয়ে নির্মিত হয়েছে নাটক ‘লালডা না কালাডা’। রিফাত আদনান পাপনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সিয়াম নাসির, তালহা, অনামিকা যূথী ও শাকিলা পারভীন প্রমুখ।