মেয়াদ বাড়ল, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত আন্তর্জাতিক বিমান পরিষেবা
প্রথম ঢেউটা মোটামুটিভাবে সামলে নিয়েছিল বাংলাদেশে। কিন্তু এবার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে বাংলাদেশে। ওপার বাংলার স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। যা গত ৫৭ দিনের মধ্যে সবচেয়ে বেশি। আবার নতুন করে আক্রান্ত হয়েছেন ২১৩৯ জন, যা গত ৭০ দিনের মধ্যে সর্বোচ্চ। ফলে করোনার সেকেন্ড ওয়েভ সামলানোর মুখে বাংলাদেশ। স্বাভাবিক কারণেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দানা বাঁধতে শুরু করেছে।
আর করোনাভাইরাসের এই দ্বিতীয় ঢেউ সামাল দিতে ব্যাপক হারে টেস্ট বাড়ানোর পরামর্শই দিয়েছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে অ্যান্টিজেন ভিত্তিক র্যাপিড টেস্ট কিটের ব্যবহার শুরু করা যেতে পারে বলে অভিমত তাঁদের। তবে, বাংলাদেশের একটা বড় সংখ্যক মানুষের অসচেতনতা এই দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার বড় কারণ বলে মনে করছেন অনেকে। সেইসঙ্গে ধীরেধীরে জাঁকিয়ে বসছে শীতও। ফলে ফের অগ্নিপরীক্ষার মুখে বাংলাদেশ।