পেঁয়াজের বীজ চাষেই গৃহিণী থেকে কোটিপতি হলেন সাহিদা
দেশের কৃষিখাতে পুরুষের পাশাপাশি নারীরাও দৃষ্টান্ত স্থাপন করেই যাচ্ছেন। যেখানে আগে নারীরা শুধু ঘরকন্যার কাজেই সময় পার করতেন, সেখানে এখন তারা বের করছেন উপার্জনের পথ। তেমনই এক বাংলার বধূ সাহিদা বেগম। আর দশজন বাঙালি নারীর মতোই ঘরের কাজ আর সন্তান লালল-পালনে সময় কেটে যেত তার।
তবে অভাবের সংসারের হাল ধরতে গিয়ে শুরু করেন পেঁয়াজের বীজ চাষ করা। এই কাজ করে আত্মনির্ভরশীল তো বটেই বরং অনন্য উদাহরণ স্থাপন করেছেন সাহিদা। বিবিসিকে ফরিদপুর জেলার সাহিদা বেগম জানান, প্রায় ১৮ থেকে ১৯ বছর ধরে পেঁয়াজের বীজের আবাদ করছেন। চলতি বছর প্রায় ২০০ মণ পেঁয়াজের বীজ বিক্রি করেছেন। মৌসুমে এই বীজ মণ প্রতি দুই লাখ টাকা করে দাম পেয়েছেন। কৃষি তথ্য সার্ভিসের তথ্য বলছে, চলতি মৌসুমে পেঁয়াজের বীজ বিক্রি হয়েছে পাঁচ থেকে ছয় হাজার টাকা কেজি দরে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.