কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জীবনটা যেভাবে কাটিয়েছেন ম্যারাডোনা

প্রথম আলো প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০, ১৬:০০

সবাইকে হতভম্ব করে চলে গেছেন কিংবদন্তি। সবাইকে কাঁদিয়ে মাত্র ৬০ বছর বয়সে বিদায় নিয়েছেন ডিয়েগো ম্যারাডোনা। একজীবনে যা করা সম্ভব, সবই করেছেন। সবাইকে ফুটবল–প্রেমে বুঁদ করেছেন। হাসি ফুটিয়েছেন মানুষের মুখে। একনজরে দেখে নেওয়া যাক কেমন কেটেছে এই কিংবদন্তির জীবন—

৩০ অক্টোবর ১৯৬০: বুয়েনস এইরেসে জন্ম। লানুসের এভিতা হাসপাতালেই প্রথম পৃথিবীর আলো দেখা তাঁর।

১৯৬৮: পাড়ার ক্লাব এত্রেয়া রোহার হয়ে খেলার সময় প্রথম এক স্কাউটের নজরে পড়েন।

১৯৭২: আর্জেন্টিনোস জুনিয়র ক্লাবের একাডেমি দলে খেলতেন। মূল দলের খেলার বিরতিতে ফুটবলশৈলী দেখে মুগ্ধ করতেন দর্শকদের। এতটাই জনপ্রিয় ছিলেন যে মাঝেমধ্যে বিরতি শেষে খেলা শুরুর চেষ্টায় বিরক্ত হতেন দর্শকেরা। ম্যাচের চেয়ে ছোট ম্যারাডোনার স্কিল দেখাটাই যে বেশি আনন্দদায়ী ছিল!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও