![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-11%252Feebc072a-9d06-4115-bc49-53d5e33b4ca8%252Fdepositphotos_72018141_stock_illustration_pregnant_woman_symbol_stylized_vector.jpg%3Frect%3D0%252C233%252C600%252C315%26overlay%3Dprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
প্রসব হবে ব্যথামুক্ত স্বাভাবিক
প্রথম আলো
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০, ১৫:৩৫
বিশ্বে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদান বেড়েই চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদানের হার ছিল ২০ দশমিক ৭ শতাংশ, যা ২০১৪ সালে ৩২ দশমিক ২ শতাংশে দাঁড়ায়। জাপান, অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশেও প্রায় একই রকম অনুপাতে বেড়েছে। বাংলাদেশের হিসাবে বর্তমানে এই হার প্রায় ৩০ শতাংশ।