রাজধানীতে ছদ্মনামে গৃহকর্মী সেজে চুরি, অভিযুক্ত নারী গ্রেফতার
রাজধানীতে ছদ্মনামে গৃহকর্মী সেজে বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে করা মামলায় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১০ টার দিকে ময়মনসিংহের ধোবাউড়া থানায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম- বিলকিস বেগম (৩৫)। এ সময় তার কাছ থেকে চোরাইকৃত ছয় লাখ ২০ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. গোলাম সাকলায়েন বলেন, গত ১৬ নভেম্বর ছদ্মনাম নাজমা ব্যবহার করে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় গৃহকর্মীর কাজ নেয় গ্রেফতারকৃত বিলকিস বেগম। গত ১৯ নভেম্বর বিকেলে গৃহকর্তা ও তার স্ত্রী বাসার বাইরে গেলে বিলকিস আলমারি ভেঙে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৩ সপ্তাহ আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে