বন্ধ হচ্ছে নামীদামী স্কুলের ভর্তি বাণিজ্য!

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০, ১১:০০

প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে সব শিক্ষার্থী ভর্তির পদক্ষেপ দিয়েছে সরকার। এই পরিস্থিতিতে লটারিতে শিক্ষার্থী বাছাই সঠিকভাবে মনিটরিং করা গেলেই রাজধানীর নামি-দামি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বাণিজ্য বন্ধ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বুধবার (২৫ নভেম্বর) মাধ্যমিকে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘করোনার কারণে বাধ্য হয়ে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য দূর করতে স্বাভাবিক পরিস্থিতিতেও লটারির মাধ্যমে ভর্তি করা হবে।’ শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘যাতে সাম্য নিশ্চিত হয়, পিছিয়ে পড়া শিক্ষার্থীরাও যাতে ভালো প্রতিষ্ঠানে আসতে পারে। সে জন্যই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও