ম্যারাডোনার মতো করে বাঁচার কেউ আছেন!
জীবনটা আসলে কী? ‘জীবন হলো খেলা, উপভোগ করো; জীবন একটা চ্যালেঞ্জ, মুখোমুখি হও; জীবন একটা সুযোগ, লুফে নাও’—বহু পুরোনো প্রবাদ। বক্তার নাম পাওয়া যায়নি। তবে জীবনকে এভাবে প্রতি চুমুকে চুমুকে ভোগ করা মানুষ পৃথিবীতে খুব কম।
মানুষ ঝুঁকি নিতে ভয় পায়। জীবনটা তাই আটপৌরে হয়ে যায়। এর মধ্যে যাঁরা চ্যালেঞ্জ নিয়ে জীবনকে সাজান নিজের মতো করে তারাই তো কিংবদন্তি! ম্যারাডোনা যদি ফুটবল নাও খেলতেন, তবু তিনি জীবনকে যেভাবে উপভোগ করেছেন, তা পারেন কজন!