৩০-৩৫% পাঠ কমল মাধ্যমিকে, দ্বাদশেও
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০, ০৫:৫১
অতিমারির দাপটে আগামী বছরের বোর্ড পরীক্ষার বোঝা আগেই অনেকটা কমিয়ে দিয়েছে সিবিএসই, আইসিএসই। দিল্লির জোড়া বোর্ডের পথে হেঁটে পশ্চিমবঙ্গেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাঠ্যক্রম কমানো হচ্ছে। দুই ক্ষেত্রেই ৩০ থেকে ৩৫% পাঠ্যক্রম কমানো হচ্ছে বলে বুধবার এক সাংবাদিক বৈঠকে জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
তবে স্কুল বা কলেজ-বিশ্ববিদ্যালয় কবে খুলবে, শিক্ষামন্ত্রী তা স্পষ্ট করেননি। তিনি জানান, করোনা আবহে পড়ুয়াদের স্বাস্থ্য-সুরক্ষা নিশ্চিত করেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হবে।