
ফুটবল ঈশ্বর ডিয়াগো ম্যারাডোনার সম্পর্কে ওপরের কথাগুলো বলেছিলেন উরুগুয়ের কিংবদন্তি লেখক এদোয়ার্দো গালেয়ানো। হয়তো এরচেয়ে সহজ কথায় ম্যারাডোনাকে, তার জীবনকে তুলে ধরা সম্ভব নয়। সম্ভব নয়, একজন নেপলসের রাজাকে ব্যাখা করা। যিনি আসলেন, জিতলেন এবং চলে গেলেন। কিন্তু রেখে গেলেন বর্ণিল এক জীবন। যে জীবন মানুষ হয়তো স্বপ্নে ভাবতে পারে, কিন্তু মানুষ কখনো সে জীবনের নাগাল পায় না। সেই জীবনটাই কাটিয়েছেন ম্যারাডোনা।
- ট্যাগ:
- অন্যান্য সংবাদ