বুড়িমারীতে জুয়েল হত্যা মামলা: দুই আসামি তিন দিনের রিমান্ডে
লালমনিরহাটের বুড়িমারীতে গুজব ছড়িয়ে জুয়েলকে পিটিয়ে হত্যা এবং লাশ পোড়ানোর ঘটনায় করা মামলায় দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফেরদৌসী বেগমের আমলি আদালত-৩ এই আদেশ দেন।
বুধবার (২৫ নভেম্বর) বিকালে মামলার আসামি গামছা কালাম ও রাসেল ইসলামকে রিমান্ডে পাঠানো হয়। একই আদালতে নতুন গ্রেফতারকৃত আসামি ফরিদুল ইসলামের (৩৭) জামিন না মঞ্জুর করে আগামী ২৯ নভেম্বর (রবিবার) রিমান্ড শুনানির দিন ধার্য্য করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. মাহমুদুন্নবী বিষয়টি নিশ্চিত করেন।
ফরিদুল ইসলাম বুড়িমারী ইউনিয়নের নাটারবাড়ী এলাকার ফজলুল হকের ছেলে। তাকে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে বুড়িমারী থেকে গ্রেফতার করা হয়।