রিটার্নের সঙ্গে যেসব তথ্য ও প্রমাণ দাখিল করতেই হবে
হাতে সময় কিন্তু একদমই নেই। ৩০ নভেম্বর এবারের আয়কর রিটার্ন বা বিবরণী দেওয়ার শেষ সময়। অনেকেই হয়তো এরই মধ্যে রিটার্ন জমা দিয়েছেন। যাঁরা এখনো দেননি, তাঁদের প্রয়োজনীয় কিছু তথ্য জেনে রাখা ভালো। কেননা, আয়কর রিটার্নের সঙ্গে বিভিন্ন উৎসের আয়ের সপক্ষে বেশ কিছু প্রমাণ, তথ্য ও দলিল দাখিল করতে হবে। আসুন দেখে নেই কী কী দলিল দাখিল করতে হবে।
বেতন খাত
(ক) বেতন বিবরণী;
(খ) ব্যাংক হিসাব থাকলে কিংবা ব্যাংক সুদ খাতে আয় থাকলে ব্যাংক বিবরণী বা ব্যাংক সার্টিফিকেট;
(গ) বিনিয়োগ ভাতা দাবি থাকলে তার সপক্ষে প্রমাণ। যেমন জীবনবিমা পলিসি থাকলে প্রিমিয়াম পরিশোধের প্রমাণ।
নিরাপত্তা জামানতের সুদ খাত
(ক) বন্ড বা ডিবেঞ্চার যে বছর কেনা হয়, সেই বন্ড বা ডিবেঞ্চারের ফটোকপি;
(খ) সুদ আয় থাকলে সুদ প্রদানকারী কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র;
(গ) প্রাতিষ্ঠানিক ঋণ নিয়ে বন্ড বা ডিবেঞ্চার কেনা হয়ে থাকলে ঋণের সুদের সমর্থনে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের সার্টিফিকেট বা ব্যাংক বিবরণী বা প্রাতিষ্ঠানিক প্রত্যয়নপত্র।