‘ধুম ২’ ছবিতে সেক্সি লুক তৈরি করার গোপন তথ্য ফাঁস করলেন ‘মিস্টার এ’ ওরফে হৃতিক
মুখে ছোট্ট হাসি। পরনে কালো গে়ঞ্জি। চুল উস্কোখুস্কো। কটা চোখ। হাত আর বুক বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে। ব্যাকগ্রাউন্ডে মনকাড়া মিউজিকের সঙ্গে বাইকের গর্জন। সেক্স অ্যাপিলের নতুন সংজ্ঞা তৈরি হল ‘ধুম ২’ মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে। দর্শকমনে তীব্র ভাবে প্রভাব ফেললেন হৃতিক রোশন।
ছবির নাম বলতে রাকেশ-পুত্রের ওই সেক্সি চেহারাটাই চোখে ভাসে এখনও। মঙ্গলবার ১৪ বছরে পা দিল সেই ছবি। সেই উপলক্ষে ‘মিস্টার এ’ নিজের চরিত্র নিয়ে কলম ধরলেন সোশ্যাল মিডিয়ায়!
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.