কম খরচে নেশা করতে স্যানিটাইজার পান, মৃত্যু ৭ জনের
করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে আজকাল প্রত্যেক ঘরে ঘরেই দেখা যায় স্যানিটাইজার। হাত জীবাণুমুক্ত করতে প্রায় সবাই এটি ব্যবহার করছেন। কিন্তু অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার মোটেও খাওয়ার জিনিস নয়। এটি পান করলে মৃত্যু হতে পারে- বিশেষজ্ঞদের এ সতর্কবার্তা না শুনলে পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, তার নমুনা দেখা গেল রাশিয়ায়।
সম্প্রতি দেশটির সাখা অঞ্চলে স্যানিটাইজার পান করে প্রাণ হারিয়েছেন অন্তত সাতজন। কোমায় চলে গেছেন আরও দু’জন।