![](https://media.priyo.com/img/500x/https://bonikbarta.net/uploads/news_image/news_248350_1.jpg)
ধানের দামের সঙ্গে সমন্বয় না করলে চাল দেবেন না মিলমালিকরা
বাজারে ধানের মূল্যর সঙ্গে চালের মূল্য সামঞ্জস্য করতে হবে। তবেই সরকারি গুদামে চাল সরবরাহ করা হবে। বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভায় বক্তারা একথা বলেন। আজ বুধবার দুপুরে বগুড়া শহরের একটি রেস্টুরেন্টে সমিতির এ সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, বাজারে ধানের মূল্যর সঙ্গে চালের মূল্য সামঞ্জস্য করতে হবে। ধানের সঙ্গে চালের বাজার মূল্য সমন্বয় করে দিলে তবেই সরকারের ঘরে চাল সরবরাহ করা হবে।