![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2017/05/08/high-court_mm_180516_0008.jpg/ALTERNATES/w640/High+Court_MM_180516_0008.jpg)
নবম ওয়েজ বোর্ড: সাংবাদিকদের আয়কর ও গ্রাচুইটি নিয়ে হাই কোর্টের রুল
সাংবাদিক ও প্রেস শ্রমিকদের আয়কর ও আনুতোষিক (গ্র্যাচুইটি) সংক্রান্ত নবম সংবাদপত্র মজুরি বোর্ডের দ্বাদশ অধ্যায়ে মন্ত্রিপরিষদের সুপারিশের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে হাই কোর্ট।
এ সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাই কোর্ট বেঞ্চ বুধবার রুল জারি করেছে।