![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/11/25/ca131ef0cb3f0c438b1a821b4c8c2c89-5fbe32686266f.jpg?jadewits_media_id=700581)
থাই রাজাকে অপমানের অভিযোগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা
থাইল্যান্ডের রাজাকে অপমানের দায়ে দেশটির গণতন্ত্রপন্থী ১৫ জন অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দেশটির ভয়াবহ রাজদ্রোহিতা আইনে এই মামলা দায়ের করা হয়। বড় ধরনের একটি বিক্ষোভের আগে অ্যাক্টিভিস্টরা রাজকীয় সম্পদ হস্তান্তরের জন্য রাজার প্রতি আহ্বান জানিয়েছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।
থাইল্যান্ডের প্রভাবশালী রাজপরিবার বিশ্বের অন্যতম কঠোর মানহানী আইন দ্বারা সুরক্ষিত। এই আইনে রাজা, রানি ও তাদের উত্তরাধিকার কিংবা প্রতিনিধিকে কোনও ধরনের মানহানি, অপমান ও হুমকি দিলে প্রতিটি অভিযোগে ১৫ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।