![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/assets/news_photos/2020/11/25/image-201760-1606300180.jpg)
দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
হবিগঞ্জ শহরে ইজিবাইক স্ট্যান্ডের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত শেখ আব্দুর রশিদ সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
৫ দিন হাসপাতালের আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন থাকার পর তিনি মঙ্গলবার রাতে মারা যান। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সংঘর্ষে জড়িত উমেদনগরের মুক্তার মিয়ার পক্ষের লোকজন এলাকা ছেড়ে আত্মগোপন করেছেন।
ময়নাতদন্ত শেষে বুধবার তার মরদেহ দাফন করা হয়েছে। এদিকে উক্ত ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, সংঘর্ষে নিহতের ঘটনায় হত্যা মামলা নেয়ার পাশাপাশি জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে। তবে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটানো যাবে না।