নতুন অফিসে যোগ দেওয়ার পর থেকেই আসিফ অস্থিরতায় ভুগছে। কারও সঙ্গেই অ্যাডজাস্ট হচ্ছে না। অফিসের বস থেকে শুরু করে অন্যান্য সহকর্মী, সবার সঙ্গেই কেমন একটা বৈরী সম্পর্ক মনে হচ্ছে। এই অফিসে ওর আগমনটা কেউ যেন মেনে নিতে পারছে না। সারাক্ষণ যেন সবাই পিছু লেগে আছে কীভাবে তাকে হেয় করা যায় এবং এখান থেকে সরিয়ে দেওয়া যায়। হেড অফিসে তার নামে অভিযোগ উঠেছে। অথচ সে বরাবরই একজন কাজপাগল মানুষ, নিরলসভাবে অফিসের কাজ করে যায়। এটাই হয়তোবা তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, অফিসের পুরোনো লোকজন তার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না। বেশ কয়েকবার হুমকির সম্মুখীনও হতে হয়েছে তাকে। বিষয়টা আসিফের মনের মধ্যে চাপ সৃষ্টি করেছে। ইদানীং ভয়ও লাগছে, কেমন একটা অনিরাপত্তায় ভুগছে, ঘুমের সমস্যা হচ্ছে, মেজাজটাও ভালো যাচ্ছে না, বেশির ভাগ সময়ই মনটা খারাপ থাকছে এবং নিজেকে খুব একা লাগছে। বিষয়টা কাউকে শেয়ারও করতে পারছে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.