জাপান সাগরে মার্কিন রণতরীকে রুশ যুদ্ধজাহাজের ‘ধাওয়া’
জাপান সাগরে রাশিয়ার জলসীমার ভেতর ঢুকে পড়া যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ারকে রুশ যুদ্ধজাহাজ ধাওয়া দিয়ে তাড়িয়েছে বলে দাবি করেছে মস্কো।
মঙ্গলবার ইউএসএস জন ম্যাককেইন নামের ওই মার্কিন নৌযানটি পিটার দ্য গ্রেট গালফ সমুদ্রসীমার ২ কিলোমিটার ভেতরে ঢুকে পড়ার পর ধরা পড়ে বলেও অভিযোগ তাদের।
যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের উপস্থিতি টের পেয়ে রুশ নৌযান অ্যাডমিরাল ভাইনোগ্রাদভ প্রথমে মৌখিকভাবে সতর্ক করে। এরপরও রুশ জলসীমা না ছাড়লে তারা ইউএসএস ম্যাককেইনকে আঘাত করারও হুমকি দেয়।