You have reached your daily news limit

Please log in to continue


মার্কিন যুদ্ধজাহাজকে তাড়া করলো রাশিয়া , জাপান সাগরে উত্তেজনা

জাপান সাগরে রুশ জলমসীমায় বিনা অনুমতিতে প্রবেশ করায় মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজক হুমকি দিয়ে বিতাড়িত করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। মার্কিন তবে রাশিয়ার এই দাবি অস্বীকার করেছে মার্কিন কর্তৃপক্ষ। রাশিয়ার অভিযোগ, গত মঙ্গলবার ইউএসএস জন এস ম্যাককেইন নামে একটি মার্কিন ডেস্ট্রয়ার রুশ জলসীমার প্রায় দুই কিলোমিটার ভেতরে প্রবেশ করছি । এসময় রুশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ অ্যাডমিরাল ভিনোগ্রাদোভ মার্কিন জাহাজটিকে তাড়া করে এবং আঘাত করার হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। রাশিয়ার পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, সতর্কবার্তা দেয়ার পর মার্কিন যুদ্ধজাহাজটি গতিপথ পরিবর্তন করে চলে যায়। এদিকে৪ মার্কিন বাহিনীর সপ্তম নৌবহরের মুখপাত্র লেফটেন্যান্ট জোসেফ কেইলি বলেছেন, মিশনটির বিষয়ে রাশিয়ান ফেডারেশনের দাবি মিথ্যা। ইউএসএস জন এস ম্যাককেইন কোনও দেশের জলসীমা থেকে বিতাড়িত হয়নি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন