![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-11%252F56bf0fa3-0e42-4ecf-9822-5efd70169d1a%252FKishorgonj_DH0557_20201125_Bhairab_Pic_19.jpg%3Foverlay%3Dprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
মাদক আত্মসাতের চেষ্টার অভিযোগে এসআইকে প্রত্যাহার
কিশোরগঞ্জের ভৈরবে জব্দ করা মাদক আত্মসাতের চেষ্টার অভিযোগে এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। আজ বুধবার সকালে তাঁকে কিশোরগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। ওই এসআইসের নাম হানিফ সরকার। কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, হানিফ সরকার ভৈরব থানায় যোগ দেন চলতি বছরের ফেব্রুয়ারিতে। সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে ভৈরব থানায় ইমার্জেন্সি ডিউটি চালু রয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অভিযোগ
- মাদক
- এসআই প্রত্যাহার