হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে সুজাতা
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০, ১৩:১৬
কালজয়ী ‘রূপবান’সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রের অভিনেত্রী সুজাতা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। আজ (২৫ নভেম্বর) তাকে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়েছে। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। বর্তমানে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।
পর্যবেক্ষণ করে চিকিৎসকরা শিগগিরই তার উন্নত চিকিৎসার ব্যবস্থা নেবেন।জায়েদ খান বলেন, ‘দুপুরের পর উনার হৃদযন্ত্রে রিং পরানো হতে পারে। আজ সকালে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। বাসাতেই হার্ট অ্যাটাক হয়েছে। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হয়। আশাকরি, দুপুরের মধ্যেই শিল্পী সমিতির পক্ষ থেকে আমরা সেখানে যাব।’জানা যায়, সুজাতা থাকেন রাজধানীর রামপুরাতে।
- ট্যাগ:
- বিনোদন
- হাসপাতাল
- হৃদরোগে আক্রান্ত
- সুজাতা