![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/11/25/thai-largest-ketamine-bust-251120-01.jpg/ALTERNATES/w640/thai-largest-ketamine-bust-251120-01.jpg)
ধরা পড়ল ‘শতকোটি ডলারের মাদক’, পরীক্ষায় দেখা গেল দাগ তোলার পাউডার
চলতি মাসের শুরুতে থাইল্যান্ড প্রায় ১০০ কোটি ডলার মূল্যের বিপুল পরিমাণ কেটামিন মাদক জব্দের যে দাবি করেছিল তা ঠিক নয় বলে জানিয়েছেন দেশটির আইনমন্ত্রী সোমসাক থেপুস্থিন। ‘ভুল বোঝাবুঝির’ কারণে ওই দাবি করা হয়েছিল বলেও মন্তব্য করেছেন তিনি।
জব্দ ওই পদার্থ যে আদতে ট্রাইসোডিয়াম ফসফেট তা ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে। ট্রাইসোডিয়াম ফসফেট সাধারণত দাগ তোলার পাউডারসহ বিভিন্ন ক্লিনিং এজেন্টে ব্যবহৃত হয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- পরীক্ষা
- মাদকদ্রব্য
- পাউডার