![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-11%252F8f24e0a8-eb1c-41a3-9536-a369b4fac36b%252F073745BOGURA_DH0530_20201120_DHUNAT_BOGRA_PIC__01__20_11_2020.jpg%3Frect%3D0%252C27%252C2100%252C1103%26overlay%3Dprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
ধুনটে চরের মাটি কেটে বিক্রি
বগুড়ার ধুনটে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে চৌকিবাড়ি ইউনিয়নের পেঁচিবাড়ি গ্রামের কাছে বাঙ্গালী নদীর চর থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। এতে নদীভাঙনের ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের।
আওয়ামী লীগের ওই নেতার নাম মোহাম্মাদ আলী। তিনি চৌকিবাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও বিলকাজুলি গ্রামের বাসিন্দা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নদী ভাঙন
- মাটি বিক্রি
- মোহাম্মাদ আলী