কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সুইজারল্যান্ডের স্টোরে ছুরি নিয়ে হামলা চালালেন নারী

জাগো নিউজ ২৪ সুইজারল্যান্ড প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০, ০৯:২৮

সুইজারল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় লুগানো শহরে ছুরি নিয়ে হামলা চালিয়েছেন এক নারী। এতে অপর দুই আহত হয়েছেন। সন্দেহভাজন এই সন্ত্রাসী হামলার পর হামলাকারী ওই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বলছে, ওই হামলাকারী স্টোরের একজনকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেছিলেন এবং অপর একজনের ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করেছিলেন।

পরে ওই স্টোরের বিক্রয়কর্মীরা তাকে থামানোর চেষ্টা করেন। এই ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন এবং অপরজনের আঘাত খুব বেশি গুরুতর নয় বলে জানানো হয়েছে। পুলিশ বলছে, সন্দেহভাজন (২৮) ওই হামলাকারীর পরিচয় জানে ফেডারেল পুলিশ। ২০১৭ সালে জিহাদি সন্ত্রাসবাদী এক তদন্তের ঘটনায় তার পরিচয় জানতে পারে পুলিশ। ওই নারী সুইজারল্যান্ডের নাগরিক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও