![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-11%252F6dfc1df3-55fb-4d16-9744-b22450fbccf8%252Fthumb_diamonds_mask_1024x758.jpg%3Frect%3D0%252C29%252C1525%252C801%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
যে মাস্কের দাম ১৫ লাখ ডলার
করোনাকাল আজীবন থাকবে না। তবে সোনা ও হীরার তৈরি এই ফেস মাস্ক হয়তো রয়ে যাবে।
মাস্কটি তৈরির ফরমাশ জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক চীনা ব্যবসায়ী। দাম পড়ছে ১৫ লাখ ডলার। এখন পর্যন্ত সেটিই সবচেয়ে দামি ফেস মাস্ক বলে ধারণা করা হচ্ছে। ১৮ ক্যারেট সোনার মাস্কটি তৈরি করেছে ইসরায়েলি জহুরি অর্না এবং আইজ্যাক লেভির অলংকার তৈরির প্রতিষ্ঠান ইভেল। তাতে যুক্ত করা হচ্ছে মোট ২১০ ক্যারেটের ৩ হাজার ৬০৮ টুকরা হীরা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- জটিল
- ফেসমাস্ক
- মাস্ক
- সবচেয়ে দামি