পাথর কোয়ারি খুলে না দিলে আন্দোলনের হুমকি
করোনা পরিস্থিতির আর্থিক সংকট মোকাবিলায় সব পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবি জানিয়েছে ‘বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ’। জাফলংয়ের শ্রমিক পরিবারগুলোকে বাঁচাতে প্রতিবেশ সংকটাপন্ন এলাকার (ইসিএ) বাইরে তাঁরা পাথর উত্তোলনের অনুমতি দাবি করেছেন। পাথর কোয়ারি খুলে না দিলে আগামী ১ ডিসেম্বর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শ্রমিক ও ব্যবসায়ীরা মানববন্ধন করে আন্দোলন কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছেন।
আজ মঙ্গলবার বিকেলে জাফলংয়ের মামারবাজার এলাকায় সমাবেশ করে এ দাবি জানিয়েছে সংগঠনটি। সমাবেশে শ্রমিক-ব্যবসায়ীরা বলেন, করোনা পরিস্থিতির কথা বলে সিলেটের সব কটি পাথর কোয়ারি বন্ধ রাখায় সিলেট অঞ্চলের ৫ উপজেলার ১০ লাখ লোক বেকার ও কর্মহীন কাটাচ্ছেন। এ অবস্থায় নীরব দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে পাঁচ উপজেলার শ্রমজীবী পরিবারগুলোতে। পাথর কোয়ারি খুলে না দিলে পাথরশ্রমিক পরিবারগুলো না খেয়ে মারা যাবে।