ভাবির দুর্ব্যবহারে ক্ষুব্ধ হয়ে এই নৃশংসতা

প্রথম আলো সিআইডি সদর দফতর, ঢাকা প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০, ২১:৩০

বেকারত্বের কারণে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় রায়হানুর ইসলামের (৩৬)। বিবাহবিচ্ছেদের পর থেকে রায়হানুর থাকছিলেন ভাইয়ের পরিবারের সঙ্গে। কিন্তু টাকার জন্য রায়হানুরের ভাবি প্রায়ই তাঁর সঙ্গে খারাপ আচরণ করতেন। এতে ক্ষুব্ধ হয়ে ভাই, ভাবি ও তাঁদের দুই সন্তানকে গলা কেটে হত্যা করেন রায়হানুর। আজ মঙ্গলবার রাজধানীর মালিবাগে প্রধান কার্যালয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়।

সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) শেখ ওমর ফারুক বলেন, গত ১৫ অক্টোবর সাতক্ষীরার কলারোয়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অভিযুক্ত রায়হানুরকে ২১ অক্টোবর গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই রায়হানুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২২ নভেম্বর আদালতে এ মামলার অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও