প্রেমিকাকে হত্যার ঘটনায় প্রেমিকের যাবজ্জীবন

বাংলাদেশ প্রতিদিন কুমিল্লা জেলা জজ আদালত প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০, ১৯:৫৭

পরকীয়া প্রেমিকাকে খুনের ঘটনায় প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কুমিল্লার অতিরিক্ত জেলা দায়রা জজ তৃতীয় আদালত। মঙ্গলবার এই রায় ঘোষণা করেন আদালতের বিচারক নাসরিন জাহান।

সাজাপ্রাপ্ত আসামি মাসুম বিল্লাহ। সে চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে। তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। অনাদায়ে আরো দুই বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

মামলার এজহার সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত আসামি মাসুম বিবাহিত। সে পাশের গ্রামের আসমার সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে আসমা তার সম্পর্কের স্বীকৃতি দাবি করে। তবে নানা কারণ দেখিয়ে মাসুম আসমাকে এড়িয়ে চলে। ২০১৬ সালে ২১ এপ্রিল রাতে আসমা ফোন করে মাসুমকে দেখা করতে বলে। রাতের অন্ধকারে আসমা ও মাসুম তাদের সম্পর্ক নিয়ে কথা বলার সময় মাসুম আসমার গলার ওড়না দিয়ে ফাঁস দিয়ে হত্যা করে। পরদিন ২২ এপ্রিল নিহত আসমার বড় ভাই জসিম উদ্দিন চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মোবাইল ফোনের কললিস্টের সাহায্য আসামি মাসুমকে গ্রেফতার করে পুলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও