পশ্চিমবঙ্গের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে। সুস্থতার হার বেড়েছে। যত তাড়াতাড়ি টিকা আসবে, তত তাড়াতাড়ি কেন্দ্রের সঙ্গে সংযোগ রেখে টিকাকরণ শুরু করতে প্রস্তুত রাজ্য সরকার। আজ করোনা পরিস্থিতি ও কোভিড টিকা নিয়ে ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী মোদীকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত বলা যেতে পারে রাজ্যের বাঁকুড়া জেলা সফরে বর্তমানে রয়েছেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়া সার্কিট হাউজ থেকেই এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভার্চুয়াল বৈঠকে যোগ দেন মমতা বন্দোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও স্বাস্থ্যসচিব।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "সারা দেশ করোনার টিকার দিকে তাকিয়ে আছে। অতিমারীর বিরুদ্ধে যুদ্ধে টিকাকরণ কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গও প্রস্তুত আছে। টিকাকরণের জন্য রাজ্যে প্রশিক্ষিত দক্ষ ব্যক্তি ও পরিকাঠামো প্রস্তুত। যত দ্রুত টিকা পাওয়া যাবে, কেন্দ্র ও অন্যান্য সহযোগী সংস্থার সঙ্গে সমন্বয় রেখে তত তাড়াতাড়িই কাজ শুরু করে দেবে পশ্চিমবঙ্গ। যাতে সবাই দ্রুত টিকা পায়, তা নিশ্চিত করা হবে।"একইসঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানান, "দুর্গাপুজো, কালীপুজো, ছট পুজো প্রভৃতি উত্সব ও লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়া সত্ত্বেও রাজ্যে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.