সদরঘাটের আতঙ্ক মিঠু ও পাপন
রাজধানীর সদরঘাটে এখন আতঙ্কের নাম মিঠু ও পাপন বাহিনী। ‘ক্যাসিনো সম্রাটের’ অন্যতম সহযোগী এই সহোদর সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এই এলাকায় অঘোষিত চাঁদার রাজায় পরিণত হয়েছেন।
আগে দলের কোনো পদ-পদবি না থাকলেও টাকার জোরে বাগিয়ে নিয়েছেন পদ-পদবিও। রাতারাতি হয়েছেন কোটি কোটি টাকার মালিক। পুরো সদরঘাট এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন তারা দুই ভাই।
জানা গেছে, জাবেদ হোসেন পাপন বর্তমানে ৩৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং মিঠু কোতোয়ালি থানা আওয়ামী লীগের সদস্য। তবে পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে তাদের বড় ভাই সোহাগ সদরঘাটের কুলির সরদার হিসেবে থেকে এখনো কুলির সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন। আর ছোট ভাই মিহির এখনো বিএনপির শ্রমিক দলের রাজনীতির সঙ্গে যুক্ত। লঞ্চে ভ্রাম্যমাণ খাবার বিক্রির সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন মিহির।