কাজল রেখা-স্বপ্নাদের স্বপ্নও পুড়ল আগুনে
স্বপ্না বেগমের বাড়ি ছিল বরিশালের মেহেদীগঞ্জে; তেঁতুলিয়া নদীর ভাঙনে ভিটেমাটি হারিয়ে আট বছর আগে আসেন ঢাকায়, মাথা গোঁজার ঠাঁই নেন মহাখালীর বস্তিতে।
টানাপড়েনের দিন শেষ করে নতুন দিনের স্বপ্ন বোনাও শুরু হয়েছিল স্বপ্নার। সাততলা বস্তির ছোট্ট ঘরটিতে থেকে শুরু করেছিলেন সেলাইয়ের কাজ। রিকশাচালক স্বামীও একটি ছোট্ট দোকান দেবেন বলে ভাবছিলেন। কিন্তু এক রাতের আগুনে সব স্বপ্ন পুড়ে ছাই তাদের।
পোড়া ছাইভস্ম হাতড়ে সেলাই মেশিনটার কলকব্জাগুলোই কেবল উদ্ধার করতে পেরেছেন স্বপ্না।