ধর্মীয় স্থানে শ্যুটিং হলে নজরদারি চালানো হবে, জানাল মধ্যপ্রদেশ সরকার
মীরা নায়ার পরিচালিত ওয়েব সিরিজ ‘আ স্যুটেবল বয়’ নিয়ে বিতর্কের পরেই মধ্যপ্রদেশ সরকার ধর্মীয় স্থানে শ্যুটিং নিয়ে কড়া অবস্থান নিল। মঙ্গলবার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়ে দিলেন, “এখন থেকে রাজ্যের ধর্মীয় স্থানে কোনও ছবির শ্যুটিং হলে তার রেকর্ডিং করবে সরকার।” এ বিষয়ে নজরদারি চালাতে প্রশাসনিক আধিকারিকদের নির্দেশও দিয়েছে সরকার। নরোত্তম বলেন, “ধর্মীয় স্থানে যদি কোনও আপত্তিজনক শ্যুটিং করা হয়, তা হলে ছবির প্রযোজক এবং পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বিতর্ক
- ওয়েব সিরিজ
- নরোত্তম মিশ্র