তাজরীন ট্র্যাজেডির আট বছর: ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দাবি
তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের আজ আট বছর হলো। ২০১২ সালের ২৪ নভেম্বর ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুরে কারখানাটির ১১২ জন শ্রমিক আগুনে পুড়ে মারা যান। আহত হন কয়েক শ মানুষ। সেই দুঃসহ স্মৃতি হৃদয় থেকে ভুলতে পারেনি অগ্নিকাণ্ডে হতাহত শ্রমিকদের পরিবার।
তাজরীনে অগ্নিকাণ্ডের আট বছর উপলক্ষে আজ মঙ্গলবার সকালে নিহত শ্রমিকদের স্বজন, আহত ব্যক্তি, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা–কর্মীরা কারখানার ফটকের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা ও তাঁদের উদ্দেশে নীরবতা পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে তাজরীন ফ্যাশনসের ফটকের সামনে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হয়। সভা থেকে তাজরীনসহ পোশাকশিল্পে দুর্ঘটনার বিচার সম্পন্ন করার দাবি জানানো হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.