You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বসেরা আবেদনময়ী পাঁচ পুরুষ

নারীরাই কি শুধু আবেদনময় হয়? পুরুষেরাও হয়। জানেন কি? বিশ্বে অনেক আবেদনময় পুরুষ রয়েছে। সম্প্রতি ‘পিপল’ ম্যাগাজিন প্রকাশ করেছে বিশ্বের আবেদনময় পুরুষের তালিকা। সেই ‘সেক্সিয়েস্ট ইন্টারন্যাশনাল ম্যান অ্যালাইভ’-এ ২০২০ সালের সবচেয়ে আবেদনময় পুরুষ তারকা সংগীতশিল্পী জুংকুক। দক্ষিণ কোরিয়ার গানের দল বিটিএসের গীতিকার ও কণ্ঠশিল্পী তিনি। ওই তালিকায় ২৩ বছর বয়সী কে-পপ তারকা জুংকুক পেছনে ফেলেছেন ড্যান লেভি, কিথ আর্বান, ম্যাথিউ রিস, রায়ান রেনল্ড, ইদ্রিস এলবা, ডেভিড বেকহাম, রায়ান গসলিং, ব্র্যাডলি কুপার, ডোয়াইন জনসন, ক্রিস হেমসওর্থ, ব্লেক শেলটন, হ্যারি স্টাইল, হৃতিক রোশনসহ আরো অনেক তারকাকে। ‘সেক্সিয়েস্ট ইন্টারন্যাশনাল ম্যান অ্যালাইভ’-এ ২০২০ সালের সবচেয়ে আবেদনময় পুরুষ তারকা সংগীতশিল্পী জুংকুক ইনস্টাগ্রাম বিশ্বের জীবিত সেরা আবেদনময় পুরুষ নির্বাচনে ৪০ শতাংশ নম্বর ছিল শারীরিক গঠন, ৪০ শতাংশ জনপ্রিয়তায় আর বাকি ২০ শতাংশ নম্বর ছিল গুণ ও আকর্ষণের ওপর।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন