![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/11/24/tigray-forces-destroy-division-241120-03.jpg/ALTERNATES/w640/tigray-forces-destroy-division-241120-03.jpg)
ইথিওপিয়ার সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে ‘বড় অগ্রগতির’ দাবি টিপিএলএফের
ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকার সমর্থিত সেনাবাহিনীর ২১তম মেকানাইজড ডিভিশনকে ‘পুরোপুরি ধ্বংস’ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে তিগ্রাই পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলফ)। বাহিনীটির মুখপাত্র গেতাচিউ রেদা মঙ্গলবার উত্তরাঞ্চলীয় তিগ্রাই অঞ্চলে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে এ ‘বড় অগ্রগতির’ দাবি করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
টিপিএলফের এ দাবি প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে ইথিওপিয়ার সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে সোমবার ইথিওপিয়ার কেন্দ্রীয় বাহিনী তিগ্রাইয়ের রাজধানী মেকেলের চারপাশ ঘিরে ৫০ কিলোমিটার দূরে অবস্থান নেয়ায় দাবি করেছিল। সরকারের মুখপাত্র রেদওয়ান হুসেইন সেসময় বলেছিলেন, “শেষের শুরু এখন হাতের নাগালে।”
ইথিওপিয়ার নোবেলজয়ী প্রধানমন্ত্রী আবি আহমেদ টিপিএলএফকে বুধবারের মধ্যে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। তা না হলে মেকেলেতে চূড়ান্ত অভিযান শুরু হবে বলেও হুঁশিয়ার করেছেন তিনি।