You have reached your daily news limit

Please log in to continue


ঘটক সেজে নারীকে তুলে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ

ক্ষ্মীপুরের কমলনগরে স্বামী পরিত্যক্ত এক নারীকে ঘটক সেজে তুলে নিয়ে দলবেধে সঙ্ঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কমলনগর চরফলকন এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধারকৃত নির্যাতিত ওই নারী থানায় অভিযোগ করার পর সোমবার রাতে অভিযান চালিয়ে ৫০ বছরের মো. ছগির ও ২২ বছরের মো. সুমনকে চরফলকন এলাকা থেকে আটক করে পুলিশ। বিজ্ঞাপন বিজ্ঞাপন পুলিশ জানায়, রাতেই এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে মো. ছগির ও মো. সুমনসহ দুইজনকে আসামি করে মামলা করে। ওই মামলায় গ্রেপ্তারকৃত কমলনগরের পাটোয়ারীহাট ইউনিয়নের চরফলকন এলাকার বাসিন্দা সামছল হকের ছেলে ছগির ও একই এলাকার ছায়েদল হকের ছেলে মো. সুমনকে গ্রেপ্তার দেখানো হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন