ঘটক সেজে নারীকে তুলে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ

চ্যানেল আই লক্ষ্মীপুর প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০, ১৪:৫৯

ক্ষ্মীপুরের কমলনগরে স্বামী পরিত্যক্ত এক নারীকে ঘটক সেজে তুলে নিয়ে দলবেধে সঙ্ঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কমলনগর চরফলকন এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধারকৃত নির্যাতিত ওই নারী থানায় অভিযোগ করার পর সোমবার রাতে অভিযান চালিয়ে ৫০ বছরের মো. ছগির ও ২২ বছরের মো. সুমনকে চরফলকন এলাকা থেকে আটক করে পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন পুলিশ জানায়, রাতেই এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে মো. ছগির ও মো. সুমনসহ দুইজনকে আসামি করে মামলা করে। ওই মামলায় গ্রেপ্তারকৃত কমলনগরের পাটোয়ারীহাট ইউনিয়নের চরফলকন এলাকার বাসিন্দা সামছল হকের ছেলে ছগির ও একই এলাকার ছায়েদল হকের ছেলে মো. সুমনকে গ্রেপ্তার দেখানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও