এয়ারপোর্টে নবজাতককে ফেলে যাওয়া নারীকে চিহ্নিত করল কাতার

ডেইলি বাংলাদেশ কাতার প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০, ১৫:১০

এয়ারপোর্টে নবজাতক কন্যাকে ফেলে পালিয়ে যাওয়া নারী যাত্রীকে চিহ্নিত করেছে কাতার কর্তৃপক্ষ। গত মাসে ওই নারী তার নবজাতক কন্যাকে দোহা এয়ারপোর্টের একটি ডাস্টবিন বক্সে ফেলে পালিয়ে যান। কাতার কর্তৃপক্ষ বলছে, ওই নারী এশিয়ার একটি দেশের নাগরিক। তাকে যথাযথ কর্তৃপক্ষের হাতে সোপর্দ করার জন্য কার্যক্রম চলছে।

তবে ওই নারীর দেশ বা পরিচয় প্রকাশ করা হয়নি। ডিএনএ টেস্টের মাধ্যমে ওই সন্তানের বাবা-মাকে চিহ্নিত করা হয়েছে বলে কাতার কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে এই ঘটনার শুরুর দিকে এয়ারপোর্টে উপস্থিত থাকা অন্য নারীদের আগ্রাসীভাবে যাচাই করার জন্য এয়ারপোর্ট কর্তৃপক্ষ তোপের মুখে পড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও